ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শোক দিবসে সব মসজিদে বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
শোক দিবসে সব মসজিদে বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান

ঢাকা: আগামী মঙ্গলবার (১৫ আগস্ট) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে আগামী মঙ্গলবার বাদ জোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়া আগামী মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় জেলা ও উপজেলা কার্যালয়, উদ্বোধনকৃত ২৫০টি মডেল মসজিদ, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রসমূহ ও দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসাসমূহে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করার ব্যবস্থা নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।