বাগেরহাট: যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জন্য এক হাজার ৭০০ মেট্রিকটন মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে কোরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি হুয়াইয়ন হোপ’।
সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাহাজটি বন্দরের পাঁচ নম্বর জেটিতে নোঙর করে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, এই নিয়ে ৬ষ্ঠ বারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়ল। জাহাজটিতে সেতুর জন্য ১৯৪ প্যাকেজের মালামাল রয়েছে। এসব প্যাকেজে সেতুর মূল অবকাঠামোর জন্য মেট্রিকটন মালামাল রয়েছে।
তিনি জানান, জাহাজ থেকে মালামালগুলো খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এসআইএ