ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে র্যাব জাতীয় শোক দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে।
সোমবার (১৪ আগস্ট) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে গোয়েন্দা ও টহল দল প্রস্তুত রেখেছে র্যাব।
তিনি বলেন, সব ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ইউনিফর্ম টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সাইবার নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত অব্যাহত রয়েছে।
র্যাবের এই মুখপাত্র বলেন, নিরাপত্তা কার্যক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন যানবাহন ও পথযাত্রীদের তল্লাশি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। র্যাবের টহল/চেকপোস্ট জোরদার করতে ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
খন্দকার আল মঈন বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে র্যাবের স্পেশাল ফোর্স প্রয়োজনীয় নিরাপত্তা ও নিরোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুতি আছে। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানে নাশকতা প্রতিরোধে এবং নিরাপত্তা রক্ষায় যথাযথ গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কেউ অপপ্রচার চালিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রধানমন্ত্রীসহ অন্যান্য গণ্যমান্যব্যক্তিরা যেসব জায়গায় যাবেন সেসব জায়গার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নিরাপত্তা নজরদারী নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও, দিবসটি উপলক্ষে যেকোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে জেলা/মেট্রোপলিটন এলাকা/থানা ভিত্তিক স্থানীয় র্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করাসহ র্যাবকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এসজেএ/এসআইএ