ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ইসলামী ব্যাংকের সঙ্গে আইডিবির টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
ইসলামী ব্যাংকের সঙ্গে আইডিবির টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম

ঢাকা: ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) এর টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রামের আওতায় ‘ডায়াগনস্টিক মিশন অন ইসলামিক ব্যাংকিং ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ফ্রেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সিদ্দিকুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে বক্তব্য রাখেন রিসার্চ ডিপার্টমেন্টের ডাইরেক্টর ড. মো. গোলজার নবী।

অনুষ্ঠানে ‘এনালাইসিস অব ইসলামিক ব্যাংকিং, ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।

আইডিবি টিম এর পক্ষে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর এডুকেশন ইন ইসলামিক ফাইন্যান্স এর বোর্ড অব ডাইরেক্টরস এর চেয়ারম্যান প্রফেসর এমিরেটাস ডেটো ড. মোহা. আজমী ওমর ও আইডিবি রিজিওনাল হাব (বাংলাদেশ ও মালদ্বীপ) এর প্রধান মোহাম্মদ নাসিস সোলায়মান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. মোসলেহ উদ্দিন ও মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. আহসান-উজ-জামান।

সভায় আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আবু জাফর, এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এম শামসুল আরেফিন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ফরমান আর. চৌধুরী, এক্সিম ব্যংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) এম. আখতার হুসাইন, সোস্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. নাজমুস সাদাত, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) আতাউস সামাদ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ও আইডিবির প্রতিনিধিদলের সদস্যরা, দেশের পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংকিং শাখা এবং ইসলামিক উইন্ডো পরিচালিত ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, শরীয়াহ সেক্রেটারিয়েটের নির্বাহীরা এবং ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধানরা।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এর তত্ত্বাবধানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক, ইসলামিক শাখা ও উইন্ডোধারী ব্যাংকসমূহের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।