ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে পাহাড় ধসে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
কক্সবাজারে পাহাড় ধসে নিহত ১ ফাইল ফটো

কক্সবাজার: কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলারপাড়া এলাকায় পাহাড় ধসে মোহাম্মদ আজম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আজম পূর্বলারপাড়ার বাসিন্দা।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, পাহাড় কেটে ঘর নির্মাণ করেছিলেন আজম। সেই বাড়িতে রাতে পাহাড়ের কিছু মাটি ধসে পড়ে। সেই মাটি সরানোর জন্য তিনি সেখানে যান। এ সময় ধসে পড়া মাটি সরানোর সময় ওপর থেকে পাহাড়ের মাটি ধসে পড়লে তিনি চাপা পড়েন। পরে তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।