ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেল স্বামী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেল স্বামী

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে শ্বাসরোধ করে মেহেরুন্নেসা মীম (১৬) নামে এক গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ঘটনার পর থেকে তার স্বামী সোহেল পলাতক।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে মীমকে অচেতন অবস্থায় পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মীমের বাড়ি বরিশাল জেলায়। তিনি স্বামী সোহেলের সাথে  কামরাঙ্গীরচর ট্যানারি পুকুরপাড় জামান দেওয়াল গলির বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন । একই সাথে থাকতো নিহতের বড় বোন তন্বিকাসহ তার পরিবার।

হাসপাতালে নিহতের বড় বোন তন্বিকা জানান, চার বছর আগে সোহেল নামে ওই যুবকের সাথে তার বোনের বিয়ে হয়। মাহিমা নামে তাদের দুই বছরের একটি সন্তান আছে ।  

ঘটনার বিবরণে তিনি আরো জানান, আজ (১৫ আগস্ট) দুপুরের দিকে সোহেল গোসলের সময় তার স্ত্রীকে বাথরুমে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে বাথরুমে মীমকে শ্বাসরোধ করে হত্যা করে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সে সবাইকে বলে তার স্ত্রী অসুস্থ হয়ে বাথরুমে পড়ে আছে ওষুধ আনতে গেলাম এই বলে আর ফিরে আসেনি। তখন তার পরিবারের লোকজন বাথরুমে গিয়ে দেখে মীম অচেতন অবস্থায় পড়ে আছে। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়:১৬২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩

এজেডএস/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।