চাঁদপুর: অবৈধ বাস সার্ভিস বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনেও ঢাকা-চাঁদপুর বাসচালক ও শ্রমিকদের কর্মবিরতি চলছে।
সোমবার (১৪ আগস্ট) ভোর থেকে ঢাকা-চাঁদপুর পদ্মা বাস সার্ভিস বন্ধ রয়েছে।
এদিকে, মঙ্গলবার (১৫ আগস্ট) অনেক যাত্রী বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ফিরে গেছেন। এতে করে সড়ক পথে আসা-যাওয়া যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
চালক ও শ্রমিকরা জানান, সড়কে অবৈধ বাস চলাচল বন্ধ করতে হবে। আল আরাফসহ অনেক বাস সার্ভিস সড়কে অবৈধ কাউন্টার খুলে ব্যবসা করছেন। তাদের কারণে চাঁদপুরের একমাত্র ঢাকা-চাঁদপুরগামী পদ্মা বাস সার্ভিস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এছাড়া সড়কে বেপরোয়া অবৈধ বাস চলাচলের কারণে সড়কের প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আর তাদের কারণে বাসে যাত্রী সংখ্যা কমছে। জেলা প্রশাসন ও মালিক পক্ষ কোনো সিদ্ধান্ত না দিলে কর্মবিরতি চলবে বলে জানান তারা।
চাঁদপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান জানান, ঢাকা-চাঁদপুরের মধ্যে একমাত্র পরিবহন হিসেবে আছে পদ্মা বাস সার্ভিস। এই পরিবহনের চালক-শ্রমিকদের যে দাবি এটি কোনোভাবে অযৌক্তিক না। আমি মনে করি, দ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে এটি সমাধান করা প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসআরএস