ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে জাতীয় শোক দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
নাটোরে জাতীয় শোক দিবস পালিত

নাটোর: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে কালেক্টরেট ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতের মাধ্যমে দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির সূচনা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শহরের আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও মহান কীর্তি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, জজকোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছেন। তিনি বেঁচে থাকলে অনেক আগেই দেশ পৌঁছে যেত সমৃদ্ধ বাংলাদেশের কাঙ্ক্ষিত গন্তব্যে। বাংলাদেশ হতো ‘সোনার বাংলা’। আততায়ীরা বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বাধীন জাতি সত্তাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু এ দেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রেখেছে। তাই বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ হয়ে উঠছে ‘সোনার বাংলা’।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত যুব সংগঠনের সফল উদ্যোক্তাদের মাঝে অধিদপ্তরের যুব অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইতোপূর্বে সম্পন্ন বঙ্গবন্ধুর ভাষণসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কারও বিতরণ করা হয়।

জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী সহযোগে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান। দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদত বরণকারী সদস্যবৃন্দের জন্যে ফাতেহা পাঠ শেষে মুনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে পুরনো বাসস্ট্যান্ডে নাটোর পৌর আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভার আয়োজন করে। নাটোর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি নাসির উদ্দিন রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। অনুষ্ঠানস্থলে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও সাধারণ মানুষের মাঝে উন্নতমানের আট হাজার খাবার প্যাকেট বিতরণ করেন সংসদ সদস্য শিমুল।

এছাড়া নাটোর সদর হাসপাতালে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা এবং রক্তদান কর্মসূচি পালিত হয়। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। দুপুরে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হামদ-নাত প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করে। জেলার সাতটি উপজেলায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় একযোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।