ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন কলাম্বিয়া ইউনিভার্সিটিতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন কলাম্বিয়া ইউনিভার্সিটিতে

‘বাংলাদেশের অর্থনীতি : সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত কলাম্বিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শীর্ষ দৈনিক সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন আয়োজিত এ সেমিনার সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেবেন বদলে দেওয়া বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেমিনারে বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।

নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. বীরুপাক্ষ পালের সঞ্চালনায় সেমিনারের প্যানেলিস্টরা হচ্ছেন- জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক গবেষণা টিমের সদ্য বিদায়ী প্রধান অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম, কলরাডো ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. ফরিদা খান, কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাইকেল এস স্ট্যাকলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ান এ খন্দকার এবং নিউজার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজ-কর্ম বিভাগের পরিচালক অধ্যাপক গোলাম মাতবর। এ সময় নিজ নিজ পর্যবেক্ষণ দেবেন যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে স্টেট সিনেটর (জর্জিয়া) শেখ রহমান, স্টেট সিনেটর (কানেকটিকাট) মো. মাসুদুর রহমান, স্টেট রিপ্রেজেনটেটিভ (নিউহ্যামশায়ার) আবুল বি খান এবং মেলবোর্ন সিটির মেয়র মাহাবুবুল আলম তৈয়ব। সময়ের প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সেমিনারের অডিয়েন্সে থাকবেন শিক্ষার্থীরাও।

আমন্ত্রণ জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের। আসন সংখ্যা সীমিত হওয়ায় শুধু আমন্ত্রিতরাই প্রবেশাধিকার পাবেন। উল্লেখ্য, শুরুতে এক ঘণ্টা প্রাতরাশের পাশাপাশি পারস্পরিক কুশলাদি বিনিময় করার সুযোগ রয়েছে। দুপুরের খাবার শেষে সেমিনারের পরিসমাপ্তি ঘটবে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।