গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার ১৯ কেজিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নুরুজ্জামানের ছেলে নয়ন (৪৫), আব্দুল কাদেরের ছেলে হাফিজুর রহমান (৩৮) ও মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৬)।
ওসি বলেন, গোপন সংবাদে সোমবার দুপুরে গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের নশরতপুরস্থ (ইন্দ্রারপাড়) জনৈক সালাম মুন্সির বাড়ির পূর্ব পাশে গাইবান্ধা-বোনারপাড়া সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে সাদা পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এসআইএ