ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

ঢাকেশ্বরী মন্দিরে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে আহত ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
ঢাকেশ্বরী মন্দিরে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে আহত ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর লালবাগ ঢাকেশ্বরী মন্দিরের নির্মানাধীন ভবন থেকে নিচে পরে মোঃ আলী মিয়া নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৭০ বছর।


 
মঙ্গলবার (১০অক্টোবর) বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সারে ৮টার দিকে মারা যায়।

মৃত ব্যক্তির ছেলে সোহরাব মিয়া জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার মুশরিয়া গ্রামে। বর্তমানে কামরাঙ্গিরচড় সিলেটি বাজার এলাকায় থাকেন। তার বাবা দিনমজুরের কাজ করতো।

তিনি আরো জানান, সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে কাজ করছিল। বিকালে জানতে পারি বাবা মন্দিরের নির্মানাধীন একতলা ভবনের লিফটের ফাকা জায়গা দিয়ে নিচে পরে গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।