ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, অক্টোবর ১১, ২০২৩
বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে প্রতারণা মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল ওহাব শেখকে (৬৫) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ।  

বুধবার (১১ অক্টোবর) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওহাব বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের বাসিন্দা।

ডহরনগর পুলিশ তদন্তের কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, আব্দুল ওহাবের নামে মাদারীপুর জেলায় একটি প্রতারণা মামলা হয়। ওই মামলায় তার নামে ওয়ারেন্ট হয়। গোপন তথ্যের মাধ্যমে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে ওহাবকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানায় পাঠানো হয়।  

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ওহাবকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ