ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সড়কে অসুস্থ প্রতিযোগিতা বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
সড়কে অসুস্থ প্রতিযোগিতা বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর ফাইল ছবি

ঢাকা: ওভারটেকিংসহ সড়কে অসুস্থ প্রতিযোগিতা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবন থেকে ভার্চ্যুয়ালি ১৫০টি সেতুসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা আমাদের বাস, ট্রাক বা গাড়ি চালায় রাস্তায় তাদের যে একটি অস্বাভাবিক প্রতিযোগিতা, ওভারটেক করার যে একটি প্রবণতা এটি বন্ধ করতে হবে।

চালকদের ভালো প্রশিক্ষণ নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, চালকদের ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে। তাদের মনস্তাত্বিক শিক্ষা দেওয়া উচিত। এটিতে তো তাদের নিজেদেরও জীবন চলে যায়।

গতিসীমা এবং ট্রাফিক নিয়ম মেনে সড়কে গাড়ি চালানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ অনুষ্ঠান থেকে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালি সেতু ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ দেশব্যাপী নবনির্মিত ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, ডিটিসিএ ভবন, বিআরটিএর স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, বিআরটিসি'র বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এমইউএম/জেএইচ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।