ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বায়তুল মোকাররমে আ.লীগের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
বায়তুল মোকাররমে আ.লীগের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

ঢাকা: শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের মঞ্চ প্রস্তুত হয়ে গেছে। এরই মধ্যে সকাল ১০টা থেকে মঞ্চ এলাকায় জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।

সমাবেশ ও এর আশপাশের এলাকায় লাগানো হয়েছে সাউন্ড সিস্টেম।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার সময় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ এলাকায় দেখা গেছে এ চিত্র।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ১১টার পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করবেন। এখন সময়ের অপেক্ষা। আমরা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু করব। তার আগে বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হবে।

এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে মঞ্চ তৈরির কাজ শুরু করলে পুলিশের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হয়। তারপর রাত ৮টার দিকে আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশের অনুমতি দেয় পুলিশ। এরপর আবারও মঞ্চ তৈরির কাজ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এনবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।