ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

অবরোধে স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
অবরোধে স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক

নারায়ণগঞ্জ: বিএনপির ডাকা ১১ দফায় চলমান অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন স্বাভাবিক আছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর, মদনপুর, মেঘনা, ভুলতাসহ বিভিন্ন স্থান ঘুরে মহাসড়কে স্বাভাবিক দিনের মতো যান চলাচল করতে দেখা গেছে।

এ সময় মহাসড়কে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মহাসড়কে বিভিন্ন যানবাহন চলাচল করছে। সকাল থেকে কোনো মিছিল বা অবরোধের সমর্থনে বিএনপি, জামায়াত বা আন্দোলন ঘোষণা করা কাউকে মহাসড়কে দেখা যায়নি। অবরোধ চলমান থাকলেও স্বাভাবিক সময়ের মতো মহাসড়কে চলছে সব ধরনের দূরপাল্লার যানবাহনও।

নারায়ণগঞ্জ ট্র্যাফিক পুলিশের শিমরাইল ক্যাম্পের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, সকাল থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা মিছিলের খবর পাইনি। যানবাহন অন্যান্য দিনের মতোই চলছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।