ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

গুলশানে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দুটি বাইক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
গুলশানে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দুটি বাইক

ঢাকা: রাজধানীর গুলশান ১ নম্বর এলাকার ৯ নম্বর সড়কে বৈদ্যুতিক খুঁটিতে আগুনের ঘটনায় দুটি মোটরসাইকেল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গুলশান ১ এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। এতে বৈদ্যুতিক তার ছিঁড়ে নিচে থাকা দুটি মোটরসাইকেলের ওপর পড়ে। এতে মোটরসাইকেল দুটি ক্ষতিগ্রস্ত হয়।

দুপুর ২টার দুইটার দিকে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে ২টা ১৬ মিনিটে।

এদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে। এরপর একটি তার ছিঁড়ে নিচে পড়লে দুটি মোটরসাইকেল পুড়ে যায়। তবে হতাহতের ঘটনা নেই।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।