ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মে ৫, ২০২৪
প্রধানমন্ত্রীর সঙ্গে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর প্রতিনিধিদল। রোববার (০৫ মে) গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ‍উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, এ সময় প্রতিনিধিদল ট্রফিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফটোসেশনে অংশ নেয়।  

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইস এবং বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর উপস্থিত ছিলেন।  

আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতসহ মোট দশটি দেশ এ আসরে অংশ নেবে।

দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। এর আগে, ২০১৪ সালে প্রথমবার বাংলাদেশ এ টুর্নামেন্ট আয়োজন করে।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ০২, ২০২৪
এমইউএম/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।