ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ জুন রাঙামাটিতে ৬৮০ জন পাবেন জমি-ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ৬, ২০২৪
১০ জুন রাঙামাটিতে ৬৮০ জন পাবেন জমি-ঘর

রাঙামাটি: মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে ১০ জুন সারা দেশের মতো রাঙামাটিতে ৬৮০ জনকে জমি ও ঘর দেওয়া হবে।  

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হোসেন খান।

 

জেলা প্রশাসক বলেন, পঞ্চম পর্যায়ের প্রথম ধাপে ২০২৩ সালের ১৪ নভেম্বর ৮৬০টি ঘরের মধ্যে ১২৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপের চলতি বছরের ১০ জুন রাঙামাটির ৬৮০ জনকে জমি ও ঘর দেওয়া হবে। বর্তমানে পঞ্চম পর্যায়ের বাকি আরও ৫৭টি ঘর প্রস্তুত করা হচ্ছে। আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি (ভিডিও কনফারেন্স)  ভূমি ও গৃহহীন পরিবারকে এসব ঘর-জমি দেওয়া কার্যক্রমের উদ্বোধন করবেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাই উপস্থিত থাকার আহ্বানও জানিয়েছেন ডিসি।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।