ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্রে বসবাস করছি: প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্রে বসবাস করছি: প্রতিমন্ত্রী

বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে বসবাস করছি। মহান মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলাম-খ্রিষ্টান-বৈদ্য সবাই অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের জীবনবাজী রেখে যুদ্ধ করেছেন।

আর এজন্যই আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পেরেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি, এটা অন্য কোথাও নেই। অতীতের সরকারগুলোর সময়ে আপনাদের (সংখ্যালঘু) অনেকের ওপর অন্যায় অত্যাচার হয়েছে। তখন কিন্তু আওয়ামী লীগের কর্মীদের ওপরও অন্যায় অত্যাচার-অবিচার হয়েছে।

রোববার (৭ জুলাই) বিকেলে নগরের বিএম কলেজ রোডের শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে ইস্কন এর আয়োজনে শ্রী ম্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার।

আলোচনা সভা শে‌ষে শ্রীশ্রী শংকর মঠ থে‌কে রথযাত্রা বের হয়ে অমৃত লাল দে সড়ক, জেল খানার মোড়, বীরশ্রেষ্ঠ ক‌্যা‌প্টেন ম‌হিউ‌দ্দিন জাহাঙ্গীর সড়ক, কাকলীর মোড়, নগর ভবন, চকবাজার, বাজার রোড, বাকলার মোড়, না‌জিরপুল হ‌য়ে পুনরায় জেল খানার মোড়, অমৃত লাল দে সড়ক হ‌য়ে নতুনবাজা‌রের অমৃতাঙ্গ‌নে এসে শেষ হয়।

ইসকন এর অধ‌্যক্ষ তপস্বী দাস ব্রক্ষ্মচারী জানান, ১৫ জুলাই উ‌ল্টো রথযাত্রা অনু‌ষ্ঠিত হ‌বে। সে‌দিন অমৃতাঙ্গন থে‌কে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ রথ‌যো‌গে এনে রাধা শ‌্যাম সুন্দর ম‌ন্দি‌রে স্থাপন করা হ‌বে।

এদিকে ধর্মীয় রীতি মেনে বরিশালে নানা কর্মসূচির মধ্যদিয়ে রথযাত্রা শুরু হয়। ইস্কন ছাড়াও রোববার বিকেল চারটায় জগন্নাথ দেবের মন্দির থেকে রথযাত্রা বের হয়ে সদর রোডে একত্রিত হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

একযোগে তিনটি সুসজ্জিত রথ নগরীতে শোভাযাত্রা করার সময় রথের দড়ি ধরে ভক্তরা শোক তাপ দূর হয়ে সবার জন্য মঙ্গল কামনা করেন।

এ সময় ভক্তরা বলেন, এদিন ভগবান সরাসরি রাস্তায় নেমে আসেন ভক্তদের কৃপা করার জন্য। তারাও আজ এসেছেন ভগবানের কৃপা গ্রহণ করতে সামনের দিনগুলো শান্তিপূর্ণভাবে কাটাতে। জগতের সবার মঙ্গল হোক এমন কামনা করেন তারা।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।