ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

৩ দিন পর করতোয়ায় ভেসে উঠল কলেজছাত্রের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
৩ দিন পর করতোয়ায় ভেসে উঠল কলেজছাত্রের মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে বালুবাহী বাল্কহেডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করতোয়া নদীতে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর মারুফ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ ভেসে উঠেছে।  

সোমবার (৮ জুলাই) বিকেলে করতোয়া নদীর মোহাম্মদপুর পোলঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

মারুফ শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর বাজার পাড়ার কাপড়ের আড়ত ব্যবসায়ী আব্দুল হামিদের ছেলে এবং শাহজাদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখোঁজ মারুফের মরদেহ দুপুরে ঘটনাস্থলের পাশেই ভেসে ওঠে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।  

এর আগে শনিবার (৬ জুলাই) মোহাম্মদপুর পোলঘাট এলাকায় এম বি ফাতেমা জাহান নামে বাল্কহেড থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করতোয়া নদীতে পড়ে যান মারুফ। এ ঘটনায় বাল্কহেডের ওপরে থাকা চালক রেদওয়ান আহত হন।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।