ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
দৌলতপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে পানিতে গোসল করতে নেমে তামিম (১২) ও আশিক (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০৯ জুলাই) দুপুর দেড়টার দিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

নিহতরা একই গ্রামের রকিবুল ইসলাম ও আকছেদ আলীর ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তামিম ও আশিক বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে গেলে সাঁতার না জানায় তলিয়ে যায় তারা। পরে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে দৌলতপুর থানার এসআই আশরাফ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।