ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহবাগে জড়ো হচ্ছেন ৩৫ প্রত্যাশীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
শাহবাগে জড়ো হচ্ছেন ৩৫ প্রত্যাশীরা

ঢাকা: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা ও জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন প্রত্যাশীরা।

সোমবার (২১ অক্টোবর) বেলা পৌনে ১২টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে '৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের' ব্যানারে তারা জড়ো হতে থাকেন।

বেলা ১২টা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক চাকরি প্রত্যাশীদের সেখানে জড়ো হতে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সাইফুর রহমান সোহেল বাংলানিউজকে বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটি চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার সুপারিশ করেছে। তবে উপদেষ্টাদের মিটিংয়ে এই সুপারিশ আরো যাচাই-বাছাইয়ের কথা বলেছে। আমাদের যৌক্তিক দাবি নস্যাৎ করার জন্য এভাবে কালক্ষেপন করা হচ্ছে বলে আমরা মনে করি। তাই আমরা আজ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে শাহবাগে জড়ো হয়েছি। আমরা চাই দ্রুত চাকরির বয়স ৩৫ বছর করে প্রজ্ঞাপন জারি করা হোক।

এদিকে শাহবাগে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এসসি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।