ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে চাঁদাবাজ ‘ক্যারাব্যারা লতিফ’ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
সিরাজগঞ্জে চাঁদাবাজ ‘ক্যারাব্যারা লতিফ’ আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ আব্দুল লতিফ ওরফে ক্যারাব্যারা লতিফকে আটক করেছে সেনাবাহিনী, এনএসআই ও পুলিশের যৌথ বাহিনী।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক লতিফ ওই গ্রামের
মৃত জলিল সরকারের ছেলে।

দলীয় পদ না থাকলেও আওয়ামী লীগের ব্যানারে উল্লাপাড়া বন্দরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে লতিফকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।