ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে গৃহবধূকে হত্যার অভিযোগ, আটক ৪

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
বেনাপোলে গৃহবধূকে হত্যার অভিযোগ, আটক ৪

বেনাপোল (যশোর): বেনাপোল পৌর এলাকায় কোহিনুর খাতুন নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী হৃদয় হোসেন ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২৬ অক্টোবর) সকালে বেনাপোল পৌর এলাকার দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ বেনাপোল পৌর এলাকার লটা দীঘি গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, কোহিনুরের সঙ্গে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে শারীরিক নির্যাতন করে পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘাতক স্বামী পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক স্বামী হৃদয় হোসেনসহ তার বাবা, মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।  

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গৃহবধূ কোহিনুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর থেকে ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।