ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লেবানন থেকে আজ ফিরবেন ৩০ বাংলাদেশি , কাল আসছেন ৩৬ জন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
লেবানন থেকে আজ ফিরবেন ৩০ বাংলাদেশি , কাল আসছেন ৩৬ জন

ঢাকা: লেবানন থে‌কে পঞ্চম দফায় আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) আরও ৩৬  জন বাংলাদেশি দেশে ফিরবেন।

সোমবার (২৮ অ‌ক্টোবর) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়।

দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার  (২৯ অক্টোবর) ৩৬ জনের পঞ্চম গ্রুপটি বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকায় ফিরবেন।

এদিকে সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় আরো ৩০ জন বাংলাদেশি জেদ্দা হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবেন।

লেবানন থেকে এখনও পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছে ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় ফিরবেন আরও ৩০ জন। আর ৫ম দফায় ফিরবেন ৩৬ জন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা,  অক্টোবর, ২৮,  ২০২৪
টি আর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।