ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির জব্দ ১০২ অটোরিকশা নিলামে ১৮ লাখ টাকায় বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
ডিএনসিসির জব্দ ১০২ অটোরিকশা নিলামে ১৮ লাখ টাকায় বিক্রি

ঢাকা: রাজধানীর প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে মিরপুরে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়া অভিযানে জব্দ ১০২টি অটোরিকশা নিলামে ১৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। দুপুর থেকে শুরু হওয়া এ অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে।  

ঢাকা উত্তর সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০২টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ৩৭৬টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত অটোরিকশা ও ব্যাটারি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে আমরা গত সপ্তাহ থেকে অভিযান শুরু করছি। প্রধান সড়কে বিপুল সংখ্যক অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) অংশ নেয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।