ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জবির সাবেক স্টুডেন্ট ফোরাম ফেনীর সভাপতি রাজু, সম্পাদক আদিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
জবির সাবেক স্টুডেন্ট ফোরাম ফেনীর সভাপতি রাজু, সম্পাদক আদিল

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক স্টুডেন্ট ফোরাম অব ফেনীর (জুয়েসফফ) প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম হোসেন রাজু।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরিফুর রহমান আদিল।

সম্প্রতি সংগঠনের উপদেষ্টা মো. ওমর ফারুক ও অ্যাডভোকেট শৈবাল দত্ত কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য পদে যারা রয়েছেন, তারা হলেন- সহ-সভাপতি পদে মঈন কিরণ, সহ-সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক পদে হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মহিউদ্দিন ও আমজাদ হুসাইন, অর্থ সম্পাদক পদে হাসান আহমেদ, সহ-অর্থ সম্পাদক পদে আবু নুর কাওসার, অ্যাডভোকেট আনোয়ার হোসেন ফরহাদ, আতাউর রহমান ও প্রচার সম্পাদক পদে রয়েছেন এহসানুল মাহবুব যোবায়ের।

এ কমিটি আগামী তিন বছরের জন্য কাজ করবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।