ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে দুই সহযোগীসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
কক্সবাজারে দুই সহযোগীসহ অস্ত্র ব্যবসায়ী আটক

কক্সবাজার: অবৈধ অস্ত্র কারবারি চক্রের অন্যতম সদস্য খালেক ও তার দুই সহযোগীকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৮ ডিসেম্বর) সকালে কক্সবাজারের সদর উপজেলার দক্ষিণ ডিকপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ ডিকপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় অবৈধ অস্ত্র ব্যবসায়ী আবদুল খালেককে (২৯) গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার এস এম পাড়ার লোকমান হাকিমের ছেলে।
 
এছাড়াও একই অভিযানে তার সহযোগী মহেশখালী উপজেলার রশিদ মিয়ার ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৫) ও দক্ষিণ ডিকপাড়ার অছিউর রহমানের ছেলে ছুরত আলমকে (৫৭) গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থেকে ছয়টি দেশীয় তৈরি এলজি এবং ৭০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা অস্ত্র কারবারি চক্রের সদস্য। মহেশখালী থেকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অস্ত্র এনে কক্সবাজারের বিভিন্ন স্থানে মজুদ করতো এবং পরবর্তীতে এ অস্ত্রগুলো রোহিঙ্গা ক্যাম্পে বিক্রয় করতো। গ্রেপ্তাররা চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারি ও অস্ত্র কারবারি চক্রের অন্যতম সদস্য। গ্রেপ্তার খালেকের নামে কক্সবাজার সদর থানায় অস্ত্র, মাদক, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ আটটি মামলা রয়েছে। নোমানের নামে মহেশখালী থানায় অস্ত্র, মাদক, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট সাতটি মামলা রয়েছে। আর ছুরুত আলমের নামে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।