ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির কাছে জুডিসিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
রাষ্ট্রপতির কাছে জুডিসিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে জুডিসিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়েছে।

কমিশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এই প্রতিবেদন পেশ করেন।

এ সময় কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।  

জুডিসিয়াল সার্ভিস কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন যে, কমিশনের নেতৃত্বে জুডিসিয়াল সার্ভিস দক্ষতা ও অভিজ্ঞতায় এগিয়ে যাবে এবং দেশের বিচার ব্যবস্থায় সময়োপযোগী গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে।

রাষ্ট্রপতি এ সময় বিচারক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য কমিশনকে পরামর্শ দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।