ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মতিঝিল থেকে ৭৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
মতিঝিল থেকে ৭৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মতিঝিল থেকে ৭৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন- মো. রাজু (৩৮) ও মো. মেহেদী হাসান (৩২)।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। এ সময় উদ্ধারকৃত বিদেশি মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মতিঝিল থানার বরাত দিয়ে তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর একটি প্রাইভেটকার আটক করা হয়। গাড়িতে থাকা রাজু ও মেহেদীকে জিজ্ঞাসাবাদে তাদের গাড়িতে মদ আছে বলে স্বীকার করে। তখন তাদের দেখানো মতে প্রাইভেটকারের পিছনের ডালায় চারটি পাটের বস্তা থেকে সর্বমোট ৭৭ বোতল বিদেশি বিভিন্ন ব্র‍্যান্ডের মদ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৫৭.৭৫ লিটার এবং আনুমানিক মূল্য দুই লাখ ৩১ হাজার টাকা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।