ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

ঢাকা: রাজধানীর টিকাটুলিতে মাইক্রোবাসের ধাক্কায় মরিয়ম আক্তার (৩১) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (২ ফেরুয়ারি) বেলা আড়াইটার দিকে টিকাটুলি অভিসার সিনেমা হলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন। তার বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায়। একই উপজেলার মো. স্বপনের স্ত্রী তিনি।  

হাসপাতালে মো. স্বপন জানান, তারা টিকাটুলি অভিসার সিনেমা হলের পাশে একটি ভাড়া বাসায় থাকেন। তার পাশেই স্বপন স্টোর নামে একটি মুদি দোকান রয়েছে তার। দুই ছেলের জনক-জননী তারা।

স্বপন বলেন, দুপুরে বাসা থেকে তার দোকানে এসেছিলেন মরিয়ম। এরপর কিছুক্ষণ কথা বলে সেখান থেকে বাজার করার উদ্দেশ্যে আবার রওনা হয়েছিলেন। তার কিছুক্ষণ সময় পর মরিয়মের ফোন থেকে কল করে তাকে জানানো হয়, একটি গাড়ী মরিয়মকে ধাক্কা দিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি সিনেমা হলের সামনে গিয়ে দেখেন, একটি মাইক্রোবাস দাঁড় করানো এবং জানতে পারেন মরিয়মকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেলে এসে মরিয়মকে মৃত অবস্থায় দেখতে পান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহটি মর্গে রাখা হয়েছে। গাড়িটির ধাক্কায় তার মুখমণ্ডল থেতলে গিয়েছে। এছাড়া হাত পাও ভেঙে গেছে। নিহতদের পরিবারের মাধ্যমে জানা গেছে, মাইক্রোবাসটি স্থানীয়রা আটকে রেখেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।