ঢাকা: আলজেরিয়া বাংলাদেশের টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন।
রোববার (৫ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আদেলুয়াহাব সাইদানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক যোগ এ সম্পর্ককে শক্তিশালী করেছে।
তিনি আরও বলেন, আমাদের বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে। আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াকে সম্ভাবনার নতুন ক্ষেত্র বলে অবিহিত করেন তিনি। এ সময় উপদেষ্টা বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে আলজেরিয়ার ভূমি ব্যবহার করে কৃষির বিকাশে (কন্ট্রাক্ট ফার্মিং) কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়ায় বাংলাদেশের গার্মেন্ট পণ্যসহ সব পণ্যের বাজার রয়েছে। বিদ্যমান সুযোগকে বাংলাদেশের কাজে লাগানো উচিত। এ সময় আলজেরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, রমজান উপলক্ষে আলজেরিয়া থেকে উন্নত মানের খেজুর আমদানি হয়। সার ও জ্বালানি বিষয়েও বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশে টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
জিসিজি/আরবি