বরিশাল: বরিশালের বাবুগঞ্জে গত তিনদিন ধরে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) ভোরে বাড়ির পাশের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাব্বি হাওলাদার (১৮) বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদারের ছেলে। রাব্বি উপজেলার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সিকদার জানান, রাব্বি হাওলাদার মাদকাসক্ত ছিল। এলাকার বখাটে ও মাদকাসক্তদের সঙ্গে চলাফেরা করতো। গত ১৯ জানুয়ারি রাত একটার দিকে বাসা থেকে বের হয় সে। পরে রাত দুইটার দিকে তার বড় ভাই কল করলে সে পরে আসবে জানিয়ে ঘুমিয়ে পড়তে বলে। এরপর থেকে রাব্বির কোনো খোঁজ ছিল না।
রাব্বির নিখোঁজের ঘটনায় গত মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। পুলিশ তদন্ত করে জানতে পারে বাড়ির পাশের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকার বাগানে তার মরদেহ রয়েছে। সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি জাকির হোসেন বলেন, রাব্বির মাথায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই হত্যাকাণ্ড পরিকল্পিত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এমএস/এমজেএফ