ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ 

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
ভোলায় তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ 

ভোলা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় ভোলা শহরের গাজীপুর রোডে এ ঘটনা ঘটে।

গণঅভ্যুত্থানের পর পালিয়ে থাকা শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ভোলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হাসিনা বিরোধী মিছিল বের করে। পরে দিনগত রাতে উত্তেজিত জনতা তোফায়েল আহমেদের গাজীপুর সড়ক এলাকার ‘প্রিয়কুটির’ নামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় রাতভর শতশত বিক্ষুব্ধ জনতা বাড়িটির প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বাসার সব আসবাবপত্র রাস্তায় ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

রাতে সরেজমিনে দেখা গেছে, ওই বাড়িতে প্রবেশ করে আশপাশের বহু মানুষ অনেক মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছেন। বাসার ফ্রিজ, টিভি ওয়াশিং মেশিন, আলমারি, শোকেস, খাট, সোফা, ফ্যান এমনকি হাড়ি-পাতিলগুলোও অনেকে নিয়ে যায়। অন্যান্য মালামালগুলো রাস্তায় ফেলে পুড়িয়ে দেওয়া হয়। ওই বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ‘আওয়ামী লীগের আস্তানা এ ভোলাতে রাখবো না, খুনি হাসিনার আস্তানা এ বাংলাতে হবে না স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে।

তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি তার বাড়ির পাশেই অবস্থিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহরুল ইসলাম নকীবের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকেই ঘটনাস্থলে আসতে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।