ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

হালতি বিল পরিদর্শন করলেন মার্কিন দূতাবাসের কৃষিবিষয়ক দূত মিস সারাহ গিলেস্কি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
হালতি বিল পরিদর্শন করলেন মার্কিন দূতাবাসের কৃষিবিষয়ক দূত মিস সারাহ গিলেস্কি হালতি বিল পরিদর্শনে মার্কিন দূতাবাসের কৃষিবিষয়ক দূত মিস সারাহ গিলেস্কি

নাটোর: বিগত কয়েক বছরে কৃষির গুণগত পরিবর্তন, চাষাবাদ পদ্ধতি, সার ও কীটনাশকের ব্যবহার, মাটির পুষ্টিমান, ফসলের বিন্যাস, বাজার ব্যবস্থাপনাসহ সার্বিক সমস্যা ও সম্ভাবনার দিক জানতে নাটোরের হালতি বিল পরিদর্শন করেছেন মার্কিন দূতাবাসের কৃষিবিষয়ক দূত মিস সারাহ গিলেস্কি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নলডাঙ্গা উপজেলার হালতি বিলের বিভিন্ন গ্রাম ও ফসলি জমি পরিদর্শন ও কৃষকদের সঙ্গে কথা বলেন মিস সারাহ গিলেস্কির নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের বাঙালি কর্মকর্তা তানভীর আহম্মেদ ও নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসেনসহ সেনাবাহিনী, পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধিসহ স্থানীয় কৃষকরা।

মার্কিন দূতাবাসের এ কর্মকর্তাকে হালতি বিলের কৃষি ব্যবস্থা, সমস্যা, সম্ভাবনা, কৃষি যান্ত্রিকীকরণ এবং এর ব্যবহার, ব্যয়-মেরামতসহ নানা দিক তুলে ধরে তথ্য সহায়তা করেন মার্কিন দূতাবাসের বাঙালি কর্মকর্তা তানভীর আহম্মেদ ও নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন।  

এসময় স্থানীয় ১০ কৃষকের সঙ্গে কথা বলেন মিস সারাহ গিলেস্কি। এছাড়া চাষাবাদ করা বিভিন্ন ফসল পরির্দশন শেষে কৃষি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষিতে বাংলাদেশ আরও অনেক এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মার্কিন দূতাবাসের কৃষিবিষয়ক দূত মিস সারাহ গিলেস্কি মূলত হালতি বিলের জীব-জীববৈচিত্র্য, কৃষির অতীত-বর্তমান চিত্র, বিগত কয়েক বছরে কৃষির গুণগত মান কেমন হয়েছে, ফসলের উদ্ভাবিত জাতের সফলতা-ব্যর্থতা কি, আগামীতে কৃষির উন্নয়নে কি করা উচিত, কৃষি যন্ত্রপাতির ব্যবহার, কৃষকের জীবন মান কেমন হয়েছে, কৃষি অর্থনীতির অবদানসহ নানা দিক সর্ম্পকে জানতে চান এবং সমাধান কল্পে কি কি করণীয় তা নিয়ে মতবিনিময় করেন।  

পাশাপাশি হালতি বিলের বিভিন্ন ফসলের বিন্যাস, চাষাবাদ এবং কৃষক ও কৃষির পরিবেশ এবং বাংলাদেশের মধ্যে বৃহৎ একক হালতি বিল দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন মার্কিন এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।