ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
মাদারীপুরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

মাদারীপুরে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই এলাকার মৃত রূপাই মল্লিকের ছেলে হানিফ মল্লিক (৫৮) ও তার ছেলে রিয়াজুল মল্লিক (৩৫)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় খাগছাড়া হোসনে আরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখতে আসেন বিভিন্ন এলাকার মানুষ। বিদ্যালয়ের ভেতর মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও সেখানে পার্কিং করেন দক্ষিণ খাগছাড়া গ্রামের কামরুল কাজীর ছেলে সাকিব কাজী (২৩)। এর প্রতিবাদ করেন একই এলাকার ইতালি প্রবাসী রিয়াজুল মল্লিক।  

এ নিয়ে রিয়াজুল ও সাকিবের মধ্যে কথার কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে সাকিব তার লোকজন নিয়ে রিয়াজুল ও তার বাবার ওপর হামলা চালায়। কুপিয়ে জখম করা হয় বাবা ও ছেলেকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান হামলাকারীরা। পরে রিয়াজুল ও তার বাবা হানিফ মল্লিককে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।  

হোসনে আরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাগর মল্লিক বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এভাবে হামলা চালাবে বুঝতে পারিনি। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।