চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে আগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ওই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, ভোর ৪ টার দিকে বাজারের আবদুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যার ফলে বাজারের আরও প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান আগুনের ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এসআইএস