ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

পাঁচদিন পরে মারা গেলেন দগ্ধ কনস্টেবল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
পাঁচদিন পরে মারা গেলেন দগ্ধ কনস্টেবল প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিদ‌্যুতা‌য়িত হ‌য়ে দগ্ধ কনস্টেবল সোহাগ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

পাঁচদিন পরে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ইউনিটের প্লাস্টিক সার্জারি বিভাগের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তি‌নি।

কনস্টেবল সোহাগ আলী চুয়াডাঙ্গা জেলা সদরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও প্রয়াত মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে। তি‌নি সাতক্ষীরা সদর থানায় কর্মরত ছি‌লেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাফুজ আলম জানান, গত ১৮ ফেব্রুয়ারি রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় কনস্টেবল সোহাগ হাসপাতালে আসেন। তখন তার জামা-প্যান্ট থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল এবং তার শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, সোহাগের পোশাকে আগুন লেগে গিয়েছিল, যা বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়ার কারণেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য থানা থেকে বের হন সোহাগ। প‌রে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভ‌র্তি হন তি‌নি।

সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরা পুলিশ লাইনসের পেছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক  তারে জড়িয়ে দগ্ধ হন তিনি।  

তার মরদেহ চুয়াডাঙ্গার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে এবং সাতক্ষীরা থেকে কয়েকজন পুলিশ সদস্য সেখানে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।