ঢাকা, শনিবার, ১ চৈত্র ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

জাতীয়

৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনীতে জাতিসংঘ মহাসচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনীতে জাতিসংঘ মহাসচিব ৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনীতে জাতিসংঘ মহাসচিব

ঢাকা: জাতিসংঘে বাংলাদেশের যোগদানের ৫০ বছর পূর্তিতে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ  দিয়েছেন ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।  

শনিবার (১৫ মার্চ) জাতিসংঘের নতুন সাধারণ ভবনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

সকালে জাতিসংঘ মহাসচিব রাজধানীর জাতিসংঘের নতুন সাধারণ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেন। তিনি ঘুরে ঘুরে ৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনী দেখেন।  এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

জাতিসংঘ মহাসচিব নতুন ভবনে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন। এরপর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঞ্চালনায় সুশীল সমাজের সঙ্গে এক বৈঠক করেন অ্যান্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে আসেন। শুক্রবার সফরের  দ্বিতীয় দিনে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

বাংলাদেশ সময় : ১৪১৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।