ঢাকা, রবিবার, ১ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

জাতীয়

‘১৫ বছর ধরে বাংলাদেশ প্রতিদিন নিয়ে পাঠকদের উচ্ছ্বাস কমেনি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
‘১৫ বছর ধরে বাংলাদেশ প্রতিদিন নিয়ে পাঠকদের উচ্ছ্বাস কমেনি’ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: জনমানুষের কণ্ঠস্বর তুলে ধরা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পা রাখলো দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন পরিবার।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর কুড়িলে ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে-সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি ও রাজদর্শন হলে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলায় একযোগে বর্ষপূর্তি উপলক্ষে ইফতার মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বাংলাদেশ প্রতিদিনের অন্যতম পৃষ্ঠপোষক ও বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম। এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান উপস্থিত ছিলেন।

এদিন প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে আসেন বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী কয়েকটি দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শীর্ষ ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি, ব্যাংকগুলোর প্রতিনিধি, সারা দেশের এজেন্ট, হকারসহ সমাজের সর্বস্তরের মানুষ।

অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ক্রীড়াসহ বিভিন্ন খাতের বিশিষ্টজন ও তারকার মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।



আগত অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে বলেন, জনমানুষের কণ্ঠস্বর তুলে ধরা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ অবস্থানের কারণেই পত্রিকাটি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশ প্রতিদিন কখনো অন্যায়ের সঙ্গে আপস করে না। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখবে, এমনটাই প্রত্যাশা।

এ সময় বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান, উপ-সম্পাদক কামাল মাহমুদ, শিমুল মাহমুদ, উপ-সম্পাদক (মাল্টিমিডিয়া) রাজু আহমেদ, সিটি এডিটর মির্জা মেহেদী তমাল, প্রধান প্রতিবেদক জুলকার নাইন প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক (মাল্টিমিডিয়া) রুহুল আমিন রাসেল।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, আমরা একটা শোষণহীন সমাজ চেয়েছিলাম, সেটা প্রতিষ্ঠা করতে বাংলাদেশ প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি আশা করছি, বাংলাদেশ প্রতিদিন জনমানুষের প্রত্যাশা পূরণ করবে।

বাংলানিউজ২৪.কমের সম্পাদক লুৎফর রহমান হিমেল বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শুরুর দিকে কাজ করেছি, তখন আমি দেখেছি—বাংলাদেশ প্রতিদিন নিয়ে পাঠকদের উচ্ছ্বাস। গত ১৫/১৬ বছরে পাঠকদের উচ্ছ্বাস এক রতিও কমেনি। সেই গৌরব তারা ধরে রেখেছে। এটা নিসন্দেহে প্রসংশনীয়। আমাদের সবার শুভকামনা থাকবে, আগামী দিনেও পত্রিকাটি মাথা উঁচু করে থাকবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন বলেন, গত ১৫ বছরে সত্য ও সাহসিকতার সাথে সংবাদ প্রকাশের জন্য আমি পত্রিকাটিকে অভিনন্দন জানাই। বাংলাদেশ প্রতিদিন আগামী দিনে ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করবে। সুন্দর একটি দেশ গড়তে ভূমিকা রাখবে।

বিএনপির চেয়ারপাসর্নের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন, নতুন উদ্যমে বাংলাদেশ প্রতিদিন আবার এগিয়ে যাবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজামান দুদু বলেন, বাংলাদেশ প্রতিদিনে প্রতিদিনের মতো তরতাজা ভালো সংবাদ পাই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, পত্রিকাটি নিরপেক্ষা ভূমিকা রেখে চলেছে। তাদেন এই দীর্ঘ পথ চলা আরও দীর্ঘায়িত হবে।

বিএনপির সাবেক এমপি শিরিন সুলতানা বলেন, বাংলাদেশ প্রতিদিন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সামনের দিনগুলোতে মানুষের কথা বলবে বলে আশা প্রকাশ করছি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের জনপ্রিয় সংবাদ পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। দেশের এমন কোনো জনপদ, গ্রাম বা ইউনিয়ন নেই, যেখানে বাংলাদেশ প্রতিদিন যাচ্ছে না। পত্রিকাটি তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে।

এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিন হেলালী বলেন, বাংলাদেশ প্রতিদিন যখন আসে তখন একটি ভিন্নমাত্রা নিয়ে আসে। গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করবে।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবুল কাশেম হায়দার বলেন, বাংলাদেশ প্রতিদিন দেশের প্রতিচ্ছিবি তুলে ধরবে। আমি আশা করছি, আগামী দিনগুলোতেও ব্যবসা বাণিজ্যের অবস্থা তুলে ধরবে।

বিকেএমইএ-এর সভাপতি হাতেম আলী বলেন, বিগত দিনের ন্যায় আগামী দিনেও বাংলাদেশ প্রতিদিন সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীরের পক্ষে শুভেচ্ছা জানান বাজুসের নেতৃবৃন্দ। এ সময় বাজুসের সহ- সভাপতি রিপনুল হাসান বলেন, বাংলাদেশ প্রতিদিন সবসময় ব্যবসায়ীদের পক্ষে কথা বলেছে। আগামীতেও ব্যবসায়ীদের কথা বলবে।

বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ প্রতিদিনের সাথে আমি সরাসরি কাজ করেছি। বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান সাহেদ রেজা বলেন, আমি আশা করব, আগামী দিনের পথ চলা অব্যাহত থাকবে।

এ ছাড়া বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাংলানিউজের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও আইবিএফবির সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, এফবিসিসিআইয়ের পরিচালক রাকিবুল আলম দিপু, বিসিআইসির পরিচালক প্রীতি চক্রবর্তী, কারা মহাপরিদর্শক সৈয়দ মতাহার, জাতীয় প্রেসক্লাবের কমিটির সদস্য শাহনাজ পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ২০১০ সালের ১৫ মার্চ যাত্রা শুরু করে। টানা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ১৬ বছরে পদার্পণের মাহেন্দ্রক্ষণে পত্রিকাটির পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন পরিবার।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।