ঢাকা: প্রিটোরিয়াতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শাহ্ আহমেদ শফী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি মাতামেলা সিরিল রামাফোসার কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
শনিবার ( ২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির অতিথি ভবনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ, জাপান, রাশিয়া, তুরস্ক, মিশর, পর্তুগাল, নেপাল, মঙ্গোলিয়া, পানামা এবং কানাডাসহ ৫টি মহাদেশের মোট ১৪টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা পরিচয়পত্র পেশ করেন।
অনুষ্ঠানে হাই কমিশনার শাহ্ আহমেদ শফী বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সম্পর্ক ও তা উন্নয়নের বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বলেন যে, ঠিক ৩০ বছর আগে কুখ্যাত বর্ণবাদ থেকে দক্ষিণ আফ্রিকার জনগণের স্বাধীনতা অর্জনে বাংলাদেশের জনগণ ব্যাপক আনন্দ প্রকাশ করেছিল।
এছাড়া তিনি ১৯৯৫ সালের মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা ও তদানীন্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার বাংলাদেশ সফরের বিষয়টিও উল্লেখ করেছেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার যে ব্যাপক সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।
হাই কমিশনার শাহ্ আহমেদ শফী বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সংযোগ এবং দুই দেশের জনগণের মাঝে ঘনিষ্ঠতা বাড়ানোর ওপরও জোর দিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাপক উন্নয়নের জন্য রাষ্ট্রপতির প্রশংসা করেন এবং দক্ষিণ আফ্রিকার সরকারকে ফিলিস্তিনের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে দক্ষিণ আফ্রিকার প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথাও ব্যক্ত করেছেন। পরিশেষে তিনি বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার হাইকমিশন চালু কারার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন। এছাড়া ২০২৬ সালের প্রথম ভাগে সুবিধাজনক সময়ে তাকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
টিআর/জেএইচ