ঢাকা: ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও মেডিকেল সহায়তা দেওয়ার জন্য বিশেষ বিমানে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।
আগামী রোববার (৩০ মার্চ) দলটি বাংলাদেশ থেকে রওয়ানা দেবে।
আইএসপিআর জানায়, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার ও মেডিকেল সহায়তা দেওয়ার জন্য বিশেষ বিমানে আগামী রোববার মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।
উল্লেখ্য, শুক্রবার (২৮ মার্চ) থাইল্যান্ড ও মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়। মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে শত শত হতাহতের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এমইউএম/টিআর/আরবি