ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেতে মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সে কারণে ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

রোববার (৩০ মার্চ) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ফেসবুকে এক বার্তায় বলেছে, আপনার বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে, তা আপনাকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ থেকে বিরত রাখতে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে। কনস্যুলার অফিসাররা আপনার অপরাধ সংক্রান্ত রেকর্ড দেখতে পারেন এবং আগের যেকোনো লঙ্ঘন বা গ্রেপ্তারের তথ্য তারা জানতে পারবেন। ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলুন—মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
টিআর/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।