ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ভিজিডি কার্ড বাণিজ্যের অভিযোগে হামলা পাল্টা হামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
ভিজিডি কার্ড বাণিজ্যের অভিযোগে হামলা পাল্টা হামলা

রাজশাহী: ভিজিডি কার্ড বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় পাঁচটি মোটরসাইকেল ও একটি রিকশাভ্যান ভাঙচুরের পর পুড়িয়ে দেওয়া হয়।

এছাড়া আরও চারটি দোকানে ভাঙচুর চালানো হয়।

গতকাল রোববার (৩০ মার্চ) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উপজেলার বাউসা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ (২৬) ও ইউনিয়নের ১ নম্বর (দিঘা) ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি সৌরভ আহমেদ (২০) আহত হন। এর মধ্যে রাজিবকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ও ছাত্রশিবির নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গেল ২০ মার্চ রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের জন্য বরাদ্দ করা কার্ড জালিয়াতির অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। কিন্তু স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেই কর্মসূচিতে বাধা দেন।

এই নিয়ে সেদিন দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে গতকাল রোববার (৩০ মার্চ) বিকেলে ছাত্রদল নেতাকর্মীরা উপজেলার বাউসা পূর্বপাড়ায় পাশে ছাত্রশিবির নেতা সৌরভের ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এরপর রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাউসা বাজারে ছাত্রদল নেতা রাজিবের ওপর পাল্টা হামলা হয়।

তাকে কুপিয়ে জখম করেন ছাত্রশিবির কর্মীরা। আর এর জের ধরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বাউসা বাজারে পার্কিংয়ে থাকা পাঁচটি মোটরসাইকেল ও একটি রিকশাভ্যান ভাঙচুরের পর পুড়িয়ে দেন। এছাড়া জামায়াত সমর্থকদের চারটি দোকান ভাঙচুর করা হয়। এরপর রাতে গিয়ে বাউসা হারুন অর রশিদ শাহ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলামকেও মারধর করা হয়।

ঘটনার পর বাউসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মিজানুর রহমানের স্ত্রী জুবাইদা বেগম বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে স্থানীয় বিএনপির লোকজন তাদের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির চারটি জানালা, মোটরসাইকেল ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। তার স্বামী ও সন্তান এখন বাড়ি ছাড়া।

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মজিবর রহমান জানান, জামায়াতের নোতকর্মীরা ইউনিয়নের পদধারী বিএনপির নেতাদের নানান অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করার সময় প্রথম হামলাটি চালানো হয়। এতে জামায়াতের কয়েকজন আহত হন। তবে এরপর বিষয়টি নিয়ে থানায় সমঝোতা বৈঠক হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে বিষয়টি আপস-মীমাংসা হয়। কিন্তু এরপর আবারও ওই ঘটনার জের ধরে তারা হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুন দিয়েছে। এ ঘটনায় আহত সৌরভের ভাই রুমন আলী বাদী হয়ে থানায় মামলার এজাহার দিয়েছেন বলেও তিনি জানান।

এদিকে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের অভিযোগ জামায়াতের মাওলানা মজিবর রহমানের নির্দেশে ছাত্রশিবিরের ২০/৩০ জন নেতাকর্মী ইফতারের পরে বাউসা বাজারে মকছেদের চায়ের দোকানে হামলা করে রাজিবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহত রাজিবের মাথায় ২০টি সেলাই পড়েছে।

তিনি জামায়াত নেতার বাড়িতে হামলা ও দোকানে ভাঙচুর করার কথা সরাসরি অস্বীকার করে বলেন, বিষয়টি তার জানা নেই। ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে এটি ঘটিয়ে থাকতে পারে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান জানান, পরপর তিনটি ঘটনায় এখন পর্যন্ত একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে একপক্ষ আসলেও অন্য পক্ষ এখনও অভিযোগ করতে থানায় আসেনি। আসলে তাদের অভিযোগও তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।