ঢাকা, বুধবার, ২ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশু নিহত, আগুন দিল জনতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশু নিহত, আগুন দিল জনতা

গাজীপুর: বাসন থানা এলাকার তেলিপাড়া এলাকায় একটি মিনি বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশু নিহতের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন চারজন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনাটি ঘটে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান একটি সিএনজিকে পেছন থেকে আসা মিনি বাসটি ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে যায়। এ সময় সেটিতে চাপা পড়ে একটি শিশু নিহত হয়। ঘটনাস্থলে আরও চারজন আহত হয়েছেন। তাদের সবাইকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা মিনি বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। সেখান থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ফায়ার কর্মীরা বাসের আগুন নিভিয়ে ফেলে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি এও বলেছেন, ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।