ঢাকা, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফকিরাপুলে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
ফকিরাপুলে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ

ঢাকা: রাজধানীর ফকিরাপুলে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফকিরাপুল গরম পানির গলির একটি বাসার ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধ তিনজন হলেন— কামরুন্নেসা রোজিনা (৪৫), তার ছেলে রিয়াজ হোসেন (২১) এবং কামরুন্নেসার বোন কুলসুমা আক্তার (৩০)।

প্রতিবেশী ভাড়াটিয়া ইব্রাহিম খলিল জানান, দগ্ধরা ওই বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকতেন। তারা দুই বোনই তালাকপ্রাপ্ত ছিলেন এবং বাসায় রান্না করে বিভিন্ন মেসে খাবার সরবরাহ করতেন। সকালে, বাসায় দুটি চুলায় রান্না করছিলেন। এ সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

খলিল আরও জানান, ওই বাসায় আগে তিতাসের গ্যাস লাইন ছিল, তবে বছরখানেক আগে সেটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর থেকে তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে বিস্ফোরণটি ঘটেছে।

এদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বাংলানিউজকে জানান, ফকিরাপুলে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়, তবে ইউনিটগুলো সেখানে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে, গ্যাস থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৭১০ এপ্রিল ২০, ২০২৫
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।