ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

ঢাকা: পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটিতে মৃতের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সেন্ট পিটার্স বাসিলিকায় প্রবেশের সময় ভ্যাটিকানের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেখানে পোপের মরদেহের সামনে নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপক ইউনূস।

পরে তিনি বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শুরুর আগে এবং শেষে অধ্যাপক ইউনূস জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া তিনি কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস, ইকুয়েডরের প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট, পর্তুগালের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা-রানি এবং প্রধানমন্ত্রী, মোনাকোর প্রিন্স আলবার্ট, নরওয়ের প্রিন্স-প্রিন্সেস, তিউনিশিয়ার প্রধানমন্ত্রী, লিচেনস্টাইনের প্রিন্স-প্রিন্সেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ, শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সূত্র: বাসস

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এসকে/এমজে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।