ঢাকা: বিগত কয়েকদিন ধরে নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নগর ভবনের তালা খুলে দিয়ে সেবা স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন।
সোমবার (২৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্ধ নগরবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ আহ্বান জানান। ঢাকাবাসীর নাগরিক সেবায় নজিরবিহীন স্থবিরতা ও চরম ভোগান্তির প্রতিবাদ এবং সকল নাগরিক সেবা নির্বিঘ্নে সচলের দাবীতে শীর্ষক এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সরকারের কাছে আমাদের অনুরোধ, সিটি কর্পোরেশনের তালা খুলে দিয়ে আমাদের সেবা নেওয়ার ব্যবস্থা করে দিন। আমরা এই দাবি জানাচ্ছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই অচলাবস্থা দূর করা হোক।
যারা নগর ভবন অবরোধ করে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, এভাবে নগর ভবনে তালা লাগানো সম্পূর্ণ অবৈধ। আপনারা অবিলম্বে তালা খুলে দিন এবং নগর ভবনের পরিবেশ স্বাভাবিক করুন। দয়া করে আমাদের আর ভোগান্তিতে ফেলবেন না।
মানববন্ধনে অংশ নেওয়া ৬৭ বছর বয়সী ভুক্তভোগী খলিলুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি তিনদিন ধরে একটি সেবা পাওয়ার জন্য ঘুরছি, কিন্তু পাচ্ছি না। আমি চাই আপনারা নগর ভবন খুলে দিন। আমরা সেবা পেতে চাই। দ্রুত নগর ভবন খুলে না দিলে জনগণ যদি আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামে, তাহলে আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না।
আরেক ভুক্তভোগী আবদুল মান্নান বলেন, বিগত কয়েক দিন ধরে নগরবাসী তাদের ন্যায্য নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যারা নগর ভবন অবরুদ্ধ করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন, তাদের এই কাজ ভালো হবে না।
ভুক্তভোগী রাজু আহমেদ ক্ষোভের সঙ্গে বলেন, আমরা সাধারণ মানুষ। কেন আপনারা আমাদেরকে নাগরিক সেবা থেকে বঞ্চিত করছেন? আপনারা কি নগর ভবনে তালা মেরেছেন, নাকি জনগণের মুখে তালা দিয়েছেন? আমরা অবিলম্বে নগর ভবনের তালা খুলে নাগরিক সেবা চালুর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন মো. শাকিল, খাজা ফুয়াদ, মানজুরুল ইসলাম মাসুদ, মাসুম বিল্লাহ, ফখরুল ইসলাম, আনোয়ার হুসাইন, অ্যাডভোকেট ওয়ালিউল্লাহ, মো. আমিনুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান আহমেদ সুমন প্রমুখ।
ইএসএস/এমজে