ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্টিফেন শ্নেকের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, মে ২৬, ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্টিফেন শ্নেকের বৈঠক

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ারম্যান  স্টিফেন শ্নেক সোমবার (২৬ মে) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউএসসিআইআরএফ চেয়ারম্যান দেশের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপট সম্পর্কে সরাসরি ধারণা লাভের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে তার বর্তমান সফর সম্পর্কে অবহিত করেন।

ইউএসসিআইআরএফ চেয়ারম্যানের সফরকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, ভুল তথ্য/ভুল তথ্য প্রতিরোধ এবং বাস্তবতার সঠিক চিত্র উপস্থাপনে এ ধরনের সফরের গুরুত্বের ওপর জোর দেন। স্টিফেন পররাষ্ট্র উপদেষ্টার মতামতের সঙ্গে একমত পোষণ করেন। তিনি  গঠনমূলক আলোচনা, সংলাপের প্রতি সরকারের উন্মুক্ততা এবং গ্রহণযোগ্যতার প্রশংসা করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা গণতান্ত্রিক সংস্কার, সমতা ও ন্যায়বিচার, জাতি, ধর্ম, বর্ণ বা জাতি নির্বিশেষে সকল নাগরিকের জন্য মানবাধিকার সুরক্ষার প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তৌহিদ হোসেন বাংলাদেশের বহুত্ববাদী ধারার কথা পুনর্ব্যক্ত করেন, যেখানে সব ধর্মের মানুষ শত শত বছর  ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। তিনি সাম্প্রদায়িক সহিংসতা এবং বৈষম্যের প্রতি সরকারের শূন্য-সহনশীলতা নীতির ওপর জোর দেন। এ প্রসঙ্গে, তিনি সংশ্লিষ্ট সবার অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন সাম্প্রতিক নিরাপত্তা ও প্রশাসনিক পদক্ষেপ তুলে ধরেন।

স্টিফেন শ্নেক পররাষ্ট্র উপদেষ্টাকে ইউএসসিআইআরএফ 'র  বার্ষিক প্রতিবেদন এবং বিশেষ প্রতিবেদনসহ এর প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন।

ইউএসসিআইআরএফ প্রক্রিয়ার বস্তুনিষ্ঠতার প্রশংসা করে এবং কমিশনকে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে, পররাষ্ট্র উপদেষ্টা জুলাই-পরবর্তী সময় স্বার্থান্বেষী মহল কর্তৃক ব্যাপক গুজব প্রচারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইউএসসিআইআরএফ চেয়ার সংশ্লিষ্ট সবাইকে যাচাইকৃত এবং প্রমাণ-ভিত্তিক প্রতিবেদনের ওপর নির্ভর করার আহ্বান জানান।

আলোচনায় রোহিঙ্গা ইস্যুও আলোচিত হয়। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের মাতৃভূমিতে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মার্কিন পক্ষের সক্রিয় সহায়তার আহ্বান জানান।

স্টিফেন  শ্নেক ২০২২ সালে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে   জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য একটি স্থায়ী সমাধানের জন্য তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা সব সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।