ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

সবুজবাগে ৩ ছিনতাইকারীকে হাতেনাতে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, আগস্ট ৮, ২০২৫
সবুজবাগে ৩ ছিনতাইকারীকে হাতেনাতে আটক

রাজধানীর সবুজবাগে মানিকনগর ক্রসিংয়ে রিকশা আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশ। আটক তিন ছিনতাইকারী হলো- শহিদুল ইসলাম (২০), নাহিদ (২০) ও জীবন (২১)।

শুক্রবার (৮ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিসি তালেবুর রহমান জানান, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে সবুজবাগ ট্রাফিক জোনের মানিকনগর ক্রসিংয়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট খোন্দকার অহিদুজ্জামান রাজিব ও তার টিমের সদস্যরা।

এ সময় রাস্তার পূর্ব পাশ থেকে চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, তিনজন ছিনতাইকারী পুলিশ পরিচয় দিয়ে একটি রিকশার যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

পরে আটক ছিনতাইকারীদের মুগদা থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিসি তালেবুর রহমান।

এমএমআই/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।